- বুধবার রাজ্যে শুরু বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। উদ্বোধন অনুষ্ঠানে থাকবেন মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল। উপস্থিত থাকবেন ১৪টি দেশের শিল্প-প্রতিনিধিরা।
- আনিস হত্যাকাণ্ডের রিপোর্ট জমা হাই কোর্টে। বিচারপতির অনুপস্থিতি নিয়ে বিতর্কিত মন্তব্যের জের, আনিসের বাবাকে ক্ষমা চাওয়ার নির্দেশ দিল আদালত।
- বেতন বকেয়া সত্ত্বেও পড়ুয়াদের ঢুকতে দিতে হবে স্কুলে। আইনশৃঙ্খলার অজুহাতে বন্ধ নয় স্কুল, নির্দেশ আদালতের।
- বুধবার থেকে শনিবার পর্যন্ত কলকাতায় বৃষ্টির সম্ভাবনার কথা জানাল আলিপুর আবহাওয়া দফতর।
- রাজ্য বিজেপিতে অব্যাহত বিদ্রোহ! মুর্শিদাবাদ, নদিয়ার পর এ বার হুগলি, জেলা সভাপতিতে অনাস্থা জানিয়ে গণ ইস্তফা।
- বাঁশদ্রোণী গুলি-কাণ্ডে গ্রেফতার মূল অভিযুক্ত-সহ ৩, উদ্ধার আগ্নেয়াস্ত্রও।
- মাটিয়া, দেগঙ্গা-সহ রাজ্যে হওয়া চারটি ধর্ষণ-কাণ্ডের আজ শুনানি রয়েছে কলকাতা হাই কোর্টে। সকাল সাড়ে ১০টা নাগাদ প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চে শুনানি শুরু হতে পারে।
- হাঁসখালি গণধর্ষণ ও হত্যাকাণ্ডে ধর্ষিতা এবং মৃতার পরিবারের সদস্য এবং অন্য সাক্ষীদের নতুন নাম-পরিচয় দেওয়ার আবেদন জমা পড়েছে কলকাতা হাই কোর্টে। আজ এই মামলার শুনানি হতে পারে। এ ছাড়া এই ঘটনায় সিবিআই তদন্ত কোন পথে যায় সে দিকেও নজর থাকবে।
- দিল্লিতে সংক্রমণ বাড়ল ২৬ শতাংশ! ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত ৬।
- যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন। মারিয়ুপোলে আটক ইউক্রেন সেনাকে আত্মসমর্পণের ‘চরম সময়সীমা’ দিল রুশ ফৌজ। মঙ্গলবার রুশ সেনার তরফে ঘোষণা করা হয়েছে, অবিলম্বে আত্মসমর্পণ না করলে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অনুগতদের চরম পরিণতির জন্য প্রস্তুত থাকতে হবে।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.