রাজ্যে সদ্যসমাপ্ত দুটি উপনির্বাচনের ফল ঘোষণার পর ফের বঙ্গ বিজেপির মুষলপর্বে অন্যমাত্রা যোগ হয়েছে। এরই মাঝে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে ফের টুইটে দলীয় (BJP) নেতৃত্বকে তোপ দাগলেন তথাগত রায় (Tathagata Roy)। টুইটে তিনি লেখেন, “KDSA টিম পশ্চিমবঙ্গে বিজেপির জেতা গেম হারিয়ে দিয়েছে,এবং সেই প্রক্রিয়ার মধ্যে কামিনী-কাঞ্চন আকণ্ঠ উপভোগ করেছে। আমার জীবনে এরকম রাজনৈতিকভাবে নিজের পায়ে কুড়ুল মারা আমি কখনও দেখিনি বা শুনিনি।”
অনুপম হাজরাদের বক্তব্য সমর্থন করলেও তথাগত রায়ের টুইটের পাল্টা দিয়েছেন বিজেপির (BJP) সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। নাম না করে তথাগত রায়ের (Tathagata Roy) উদ্দেশ্যে দিলীপ বলেন, “ওসব ফালতু লোককে পাত্তা দিই না। যাঁদের কোনও কাজকর্ম নেই তাঁরাই সারাদিন বসে বসে টুইট করে। রাজ্যের কোনও পঞ্চায়েত ভোটে জেতার ক্ষমতাও নেই ওনার।”















































































































































