Shootout: খাস কলকাতায় শুটআউট, হাসপাতালে গুলিবিদ্ধ ব্যবসায়ী

0
1

আচমকা গুলি চলল বাঁশদ্রোণীর ব্রহ্মপুরে। মঙ্গলবার বেলায় স্থানীয় ব্যবসায়ী মলয় দত্তের (Malay Dutta) অফিসে ঢুকে গুলি ছোড়া (shootout) হয় বলে অভিযোগ। তাঁকে উদ্ধার করে বাঙুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, মলয়ের বুকের ডান দিকে লেগেছে। তবে আপাতত স্থিতিশীল রয়েছেন তিনি।



আরও পড়ুন: মমতার সামাজিক প্রকল্পের সুবিধায় প্রভাবিত ভোটাররা, গোহারার পর বোধোদয় জিতেন্দ্রর


দুটি গুলির শব্দ শোনা গিয়েছে বলে দাবি এলাকাবাসীর। ঘটনার তদন্তে নেমেছে বাঁশদ্রোণী থানার পুলিশ (Police)। কেয়ারটেকারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনাস্থলে যান স্থানীয় কাউন্সিলর। তিনি বলেন, এলাকা যথেষ্ট শান্তিপূর্ণ। এরকম ঘটনা অপ্রত্যাশিত।