এবার শ্রীলঙ্কার মত পরিস্থিতি পড়শি দেশ পাকিস্তানেও! দেশে জ্বালানির সঙ্কট চরমে উঠেছে। যার জেরে শিল্পাঞ্চল থেকে শুরু করে আবাসন এলাকা ও বসতবাড়িগুলিতে বিদ্যুৎ সরবরাহ কাটছাঁট করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।

আরও পড়ুন:Weather Forecast: গুমোট গরম থেকে মুক্তি! কালবৈশাখীর পূর্বাভাস আবহাওয়া দফতরের

সংবাদমাধ্যম সূত্রে খবর, ইউক্রেনে যুদ্ধের কারণে বিশ্ব জুড়ে রেকর্ড পরিমাণ দাম বেড়েছে জ্বালানির। ফলে দেশের প্রয়োজনে বৈদেশিক মুদ্রা দিয়ে জ্বালানি কিনতে হিমশিম খেতে হচ্ছে পাকিস্তানকে। গত ন’মাসে পাকিস্তানের জ্বালানি সংক্রান্ত খরচ বেড়ে হয়েছে প্রায় ১৫০০ কোটি ডলার। যা তার আগের বছরের ঠিক দ্বিগুণ।


জানা গিয়েছে, পাকিস্তানের বিদ্যুৎ উৎপাদনের কেন্দ্র এখন বন্ধ রয়েছে। গত ১৩ এপ্রিল থেকে এই সংকট শুরু হয়েছে। এখনও পর্যন্ত মোট ৩ হাজার ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারে, এমন কেন্দ্র বন্ধ করে দেওয়া হয়েছে। এমনটাই জানিয়েছেন নয়া অর্থমন্ত্রী মিফতাহ ইসমাইল। তিনি ট্যুইটারে একটি পরিসংখ্যান তুলে ধরে এমন তথ্যই দিয়েছেন। যান্ত্রিক ত্রুটির জন্য ৭ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারে এমন কেন্দ্রও বন্ধ হয়ে পড়ে আছে বলে জানিয়েছেন মিফতাহ।

পাকিস্তানে এখন বিপুল সংখ্যায় জ্বালানি প্রয়োজন। সেই জ্বালানি সঠিক পরিমাণে না পেলে গোটা পরিকাঠামো ভেঙে পড়ার সম্ভাবনা রয়েছে। শুধু বিদ্যুতের ক্ষেত্রেই নয়, সমস্ত ক্ষেত্রেই জ্বালানির চাহিদা না মেটাতে পারলে অর্থনৈতিক কার্যকলাপ বন্ধ হওয়ার জোগাড় হবে। তাই অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া হিসাবে পাকিস্তানের এই জ্বালানি সংকট নতুন করে এই আপাত-অশান্ত দেশকে শ্রীলঙ্কার মতো অস্তিত্বের সংকটের দিকে ঠেলে দেবে কি না, সেটাই এখন প্রশ্ন।
 
 
 
 
 
 
 
 
 
 
Sign in
                            Welcome! Log into your account
                            
                            
                            
                            Forgot your password? Get help
                            
                            
                            
                            
                        Password recovery
                            Recover your password
                            
                            
                            A password will be e-mailed to you.
                        




























































































































