এএফসি কাপের (AFC Cup) দ্বিতীয় ম্যাচে দুরন্ত জয় পেল এটিকে মোহনবাগান ( Atk Mohunbagan)। মঙ্গলবার তারা সহজেই ৩-১ গোলে হারাল ঢাকা আবাহনীকে (Dhaka Abohani)। বাগানের হয়ে হ্যাটট্রিক উইলিয়ামসের। এই জয়ের ফলে এএফসি কাপের মূলপর্বে চলে গেল বাগান ব্রিগেড।
ম্যাচে এদিন শুরু থেকেই আধিপত্য নিয়ে খেলতে থাকে সবুজ-মেরুন শিবির। শুরুতেই দলকে গোল করে এগিয়ে দেন ডেভিড উইলিয়ামস। ছয় মিনিটে প্রথম গোল করেন ডেভিড। বাঁদিক থেকে উঠে এসে জনি কাউকোকে ফাঁকায় থ্রু বল দেন লিস্টন কোলাসো। তাঁর ক্রস না ধরেই ভলি মেরে গোলে বল পাঠিয়ে দেন উইলিয়ামস।
এক গোল খাওয়ার পর ২৫ মিনিটেই চোট পেয়ে উঠে যান ঢাকা আবাহনীর অধিনায়ক নাওয়াজ জীবন। ৩০ মিনিটে ডানদিক থেকে প্রবীর দাসের ক্রস থেকে দ্বিতীয় গোল দেন ডেভিড উইলিয়ামস। ৬১ মিনিটে বক্সের মাথা থেকে দারুণ শটে গোল করে ব্যবধান কমান ড্যানিয়েল কলিনড্রেস। ম্যাচের ৮৫ মিনিটে হ্যাটট্রিক করে যান ডেভিড উইলিয়ামস। দুই গোলে পিছিয়ে যাওয়ার পরেই অনেকটা উপরে উঠে এসে দলের আক্রমণ ভাগকে সাহায্য করতে উঠে আসেন আবাহনীর ফুটবলাররা। ফলে বারবার ডিফেন্সের সামনে ফাঁকা জায়গা তৈরি হয়। সেই জায়গাকে ব্যবহার করার চেষ্টা করতে থাকেন মনবীর সিং, লিস্টন কোলাসোরা। তবে গোল সংখ্যা বাড়াতে পারেননি।
তবে শুধু তিন গোল নয়, বহু সুযোগ নষ্ট করেন এটিকে মোহনবাগান ফুটবলাররা। নয়ত আরও বেশি ব্যবধানে জিততে পারত তারা।
আরও পড়ুন:Sunil Gavaskar: কার্তিকের খেলায় মুগ্ধ গাভাস্কর, বললেন, টি-২০ বিশ্বকাপে ভারতের হয়ে খেললে অবাক হবো না