বালিগঞ্জ এবং আসানসোল উপনির্বাচনে ভরাডুবির পর ছন্নছাড়া দশা রাজ্য বিজেপিতে। উপনির্বাচনে হারের কারণ ব্যাখ্যা চেয়ে দিল্লিতে তলব করা হয়েছে আরএসএস ঘনিষ্ট নেতা অমিতাভ চক্রবর্তীকে। অমিতাভর বিরুদ্ধে তোপ দেগেছেন কয়েকজন বিজেপি নেতাও। উঠেছে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারকে হঠানোর দাবি। বিজেপির অন্দরের বিদ্রোহ মেটাতে মঙ্গলবার হেস্টিংসে বিজেপির দফতরে বৈঠকে বসতে চলেছেন বিজেপির নেতা-কর্মীরা।


আরও পড়ুন:মমতার সামাজিক প্রকল্পের সুবিধায় প্রভাবিত ভোটাররা, গোহারার পর বোধোদয় জিতেন্দ্রর


প্রসঙ্গত, সম্প্রতি উপনির্বাচনে হারাতে হয়েছে আসানসোলের মতো শক্ত আসনটিও। যে আসনে গত দু-বার বিজেপির দখলে ছিল। বালিগঞ্জেও বিজেপিকে ফেলে এগিয়ে গিয়েছে সিপিএমও। এই পরিস্থিতিতে বিজেপি বিধায়ক সুব্রত মৈত্র ও গৌরীশঙ্কর ঘোষ দলের বিরুদ্ধে তোপ দেগে বিধায়ক পদ ত্যাগ করছেন। সোমবার হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়েছেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষও। উত্তরবঙ্গেও একইদিনে একসঙ্গে তিন বিধায়ক সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়েছেন। এমতাবস্থায় নড়েচড়ে বসেছে বঙ্গ বিজেপি।

মঙ্গলবার বেলা ১২টা থেকে একটি জরুরি বৈঠকের ডাক দেওয়া হয়েছে। সুকান্ত মজুমদারের নেতৃত্বে এই বৈঠক হবে। এই বৈঠকে জেলা সভাপতি, পর্যবেক্ষক সহ একাধিক নেতা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
 
 
 
 
 
 
 
 
 
 
Sign in
                            Welcome! Log into your account
                            
                            
                            
                            Forgot your password? Get help
                            
                            
                            
                            
                        Password recovery
                            Recover your password
                            
                            
                            A password will be e-mailed to you.
                        




























































































































