রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর সমুদ্র সৈকত দীঘার রূপটাই বদলে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সমুদ্র সৈকতকে কেন্দ্র করে একের পর এক পরিকল্পনা ও উন্নয়ন করেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার।

দীঘকে পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করে তুলতে ‘মিনি চিড়িয়াখানা’ গড়ার কথা ঘোষণা করেছে দীঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদ। যেখানে হরিণ, কুমীর, অ্যালিগেটর, শিকারী বিড়াল, কচ্ছপের মতো প্রাণীদের দীঘা সি বিচের পাশে চিড়িয়াখানায় রাখার চিন্তাভাবনা চলছে।

এবার দীঘায় ওয়াটার পার্ক তৈরির পরিকল্পনা নিয়েছে দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ। এই ধরণের কৃত্রিম ওয়াটার পার্ক রয়েছে কলকাতার রাজারহাটে। সমুদ্রের নোনা জল ও একঘেয়ে ঢেউকে দূরে সরিয়ে ওয়াটার পার্কে জলকেলী ও বিভিন্ন জয় রাইড উপভোগ করবেন পর্যটকেরা।
আরও পড়ুন- কলকাতায় থেকেও বৈঠকে ডাক পেলেন না, সুকান্তদের বিরুদ্ধে নালিশ ঠুকতে দিল্লি যাচ্ছেন লকেট



































































































































