BGBS চলাকালীন ইকোট্যুরিজম পার্কের কটেজে থাকবেন মুখ্যমন্ত্রী

0
1

২০ এপ্রিল থেকে শুরু দুদিনের বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন। BGBS চলাকালীন দুদিন নিউটাউনের ইকোট্যুরিজম পার্কের কটেজে থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার, বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনের প্রস্ততি খতিয়ে দেখতে ইকো পার্কে যাবেন মুখ্যমন্ত্রী।

রাজ্যে শিল্পায়ন এবং কর্মসংস্থান লক্ষ্য মুখ্যমন্ত্রী। এই সম্মেলনের মাধ্যমে রাজ্যে লগ্নি টানার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো, করোনাকাল কাটিয়ে এবার জাঁকঝমকপূর্ণ ভাবে শুরু হচ্ছে BGBS। সেই মতো সেজে উঠছে নিউ টাউনের জমকালো বিশ্ববাংলা কনভেনশন সেন্টার এবং বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণ। সম্মেলনের সময় নিউটাউনের ইকোট্যুরিজম পার্কের কটেজে মুখ্যমন্ত্রী থাকবেন।

আরও পড়ুন- Mohammedan: এগিয়ে থেকেও নেরোকার বিরুদ্ধে ১-১ গোলে ড্র মহামেডানের