ফলতায় সস্ত্রীক আক্রান্ত ইঞ্জিনিয়ার, অভিযুক্ত নেতার জামিন মঞ্জুর আদালতে

0
2

জমিতে মাটি ফেলা নিয়ে তোলা চাওয়ার অভিযোগ ওঠে ফলতায় (Phalta)। দিতে অস্বীকার করায় ইঞ্জিনিয়ার কুন্তল মজুমদারকে (Kuntal Majumder) বাঁশ দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। স্বামীকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন তাঁর স্ত্রী জুলি মজুমদার হালদারও। অভিযোগের আঙুল ওঠে তৃণমূল (TMC) পঞ্চায়েত প্রধান সনাতন প্রামাণিকের (Sanatan Majumder) বিরুদ্ধে। সেই আক্রমণের ভিডিও ভাইরাল হয়। এর জেরে মঙ্গলবার ডায়মন্ড হারবার আদালতে আত্মসমর্পণ করেন সনাতন প্রামাণিক। তাঁকে জামিন দেয় ডায়মন্ড হারবার আদালত।

অভিযুক্তদের বিরুদ্ধে খুনের চেষ্টার ধারা যুক্ত করতে চেয়ে আবেদন জানায় পুলিশ। যোগ করতে চাওয়া হয় জামিন অযোগ্য ধারা। কিন্তু সেই আবেদন খারিজ করে জামিন মঞ্জুর করে আদালত। তাঁর বিরুদ্ধে ওঠে অভিযোগ অস্বীকার করেছেন সনাতন প্রামাণিক।

আরও পড়ুন- অর্থনীতি থেকে জাতীয় নিরাপত্তা, মোদির ব্যর্থতার খতিয়ান তুলে ধরলেন স্বামী