CSK: গুজরাতের বিরুদ্ধে কি কারণে হার? কী বললেন জাদেজা?

0
1

রবিবার রাতে আইপিএলে ( IPL) গুজরাত টাইটান্সের (Gujrat Titans) কাছে ৩ উইকেটে হারে চেন্নাই সুপার কিংস (CSK)। টানটান ম‍্যাচে যখন জয়ের পাল্লা ভারি ছিল সিএসকের, ঠিক তখনই ডেভিড মিলার শেষ করে দেয় রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনিদের জয়ের আশা। এই হারের কারণ হিসাবে নিজেদের পরিকল্পনাকে কাজে না ব‍্যবহারের কথা তুলে ধরলেন সিএসকে অধিনায়ক। সাংবাদিক সম্মেলনে বলেন,”শেষ পাঁচ ওভারে চাপে ছিল দল।

গুজরাতের বিরুদ্ধে হার নিয়ে জাড্ডু বলেন,” আমাদের শুরুটা ভাল হয়েছিল। প্রথম ছয় ওভার ভাল বল করেছি। তবে মিলারকে কৃতিত্ব দিতেই হবে। দারুণ সব ক্রিকেটীয় শট খেলেছে ও। যখন আমরা ব্যাটিং করছিলাম, তখন বল থমকে ব্যাটে আসছিল। তাই ভেবেছিলাম ১৬৯ জয়ের মতোই রান। কিন্তু শেষ পাঁচ ওভারে নিজেদের পরিকল্পনা কাজে লাগাতে পারিনি।”

শেষ ওভারে বল করতে আসেন ক্রিস জর্ডান। জর্ডানকে বল দেওয়া নিয়ে জাদেজা বলেন,” আমি ভেবেছিলাম জর্ডান অভিজ্ঞ। তাই শেষ ওভারে ওর উপরেই আস্থা রাখতে চেয়েছিলাম। ৪-৫টা ইয়র্কার দেওয়ার ক্ষমতা রাখে ও। দুর্ভাগ্যবশত সেটা করতে পারেনি। কিন্তু এতে কিছু করার নেই। এটাই টি-২০ ক্রিকেটের মজা।”

আরও পড়ুন:Bengal: কেরলের বিরুদ্ধে জয়ের ব‍্যাপারে আশাবাদী বাংলা