শান্তিনিকেতনে নাবালিকাকে ধর্ষণকাণ্ডে গ্রেফতার ২

0
1

শান্তিনিকেতনে নাবালিকা ধর্ষণকাণ্ডে গ্রেফতার ২। বীরভূমের পাড়ুই থেকে তাঁদের গ্রেফতার করে শান্তিনিকেতন থানার পুলিশ। তাঁদের নাম সুনীল সোরেন ও লক্ষ্মীরাম সোরেন।ধৃতদের পাড়ুই থানা থেকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের আজই বোলপুর আদালতে তোলা হবে।  আটক আরও ২ নাবালক। ফেরাওদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।


আরও পড়ুনঃBreakfast News:ব্রেকফাস্ট নিউজ


বৃহস্পতিবার মেলা থেকে ফেরার পথে নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ ওঠে। ঘটনার ৭২ ঘণ্টা পর মূল অভিযুক্তর দুই সঙ্গীকে গ্রেফতার করেছে পুলিশ/

প্রসঙ্গত, বৃহস্পতিবার  রাতে আদিবাসী ওই নাবালিকা তাঁর এক  বান্ধবীর বাড়িতে আসে চড়ক পুজো দেখতে। শান্তিনিকেতন থানার আদিত্যপুরে চড়ক মেলা ছিল৷ জানা গিয়েছে, সেই  মেলা থেকে ফেরার পথে ওই নাবালিকাকে একটি নদীর তীরে তুলে নিয়ে যায় পাঁচ যুবক। তারপরেই ধর্ষণ করা হয়ূ তাঁকে। এরপরই ঘটনার কিনারা করতে তৎপর হয়ে ওঠে পুলিশ।