মাঠ থেকে উদ্ধার তরুণীর ক্ষতবিক্ষত দেহ, আশঙ্কা ধর্ষণের পর খুন

0
1

খোলা মাঠ থেকে উদ্ধার করা হল এক তরুণীর ক্ষতবিক্ষত দেহ । তার শরীরে কোনও পোশাক ছিল না । কিন্তু গলায় শাড়ি প্যাঁচানো ছিল । আশঙ্কা করা হচ্ছে ধর্ষণের পর গলায় শাড়ি জড়িয়ে শ্বাসরোধ করে তরুণীকে খুন করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বীরভূমের কীর্ণাহার থানার হরনাগুনপুর গ্রামে। পুলিশ জানিয়েছে ওই তরুণী ওই গ্রামেরই বাসিন্দা । তরুণীর দেহ সনাক্ত করা গেছে। নাম মঞ্জু বাগদি। বয়স প্রায় ৩৫। প্রাথমিকভাবে পুলিশের অনুমান পরিচিতদের মধ্যেই কেউ তরুণীকে ডেকে এনে মাঠের মধ্যে ধর্ষণ করে খুন করেছে । তবে আদৌ এটি শারীরিক নিগ্রহের ঘটনা নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে তাও খতিয়ে দেখছে পুলিশ। জানা গিয়েছে ওই মহিলা একাই থাকতেন । পূর্ব পরিচিত কোনো শত্রু বা স্থানীয় কেউ এই হত্যার পেছনে আছে কিনা তা তদন্ত করে দেখছে পুলিশ