Mohammedan: এগিয়ে থেকেও নেরোকার বিরুদ্ধে ১-১ গোলে ড্র মহামেডানের

0
2

এগিয়ে থেকেও আইলিগে (I-League) নেরোকা এফসি-র (Neroca Fc)সঙ্গে ১-১ ড্র করল মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan Sporting club)। এই ড্র-এর ফলে দ্বিতীয় স্থানে থেকে লিগের প্রাথমিক পর্ব শেষ করল সাদা-কালো ব্রিগেড। ১২ ম্যাচে তাদের পয়েন্ট ২৬।

ম‍্যাচে এদিন খেলা শুরুর দু’মিনিটের মধ্যেই এগিয়ে যায় মহামেডান। গোল করেন দুরন্ত ছন্দে থাকা মার্কাস জোশেফ। কিন্তু দ্রুত খেলায় সমতা ফিরিয়ে আনে নেরোকা। ১৩ মিনিটে মণিপুরের দলটির হয়ে গোল শোধ করে দেন স্প্যানিশ মিডফিল্ডার সার্জিও মেন্ডি। আধিপত্য নিয়ে খেলেও গোল করতে পারেনি মহামেডান। নেরোকাও গোলের সুযোগ নষ্ট করে। শেষ পর্যন্ত ১-১ ব্যবধানেই শেষ হয় ম্যাচ। ম্যাচের সেরা হন মহামেডানের মার্কাস। পয়েন্ট টেবলের শীর্ষে থেকে লিগের প্রাথমিক পর্ব শেষ করতে চেয়েছিল মহামেডান।

আরও পড়ুন:Delhi Capitals: করোনায় আক্রান্ত মিচেল মার্শ, ভর্তি করানো হল হাসপাতালে