দিনের ব্যস্ত সময়ে যান্ত্রিক ত্রুটির কারণে মেট্রো (Metro) বিভ্রাট। যার জেরে তুমুল হয়রানি যাত্রীদের। সোমবার, বেলা ১২ টা ১০ নাগাদ শোভাবাজার স্টেশনে আচমকা নিউ গড়িয়াগামী মেট্রোর রেকে সমস্যা দেখে দেয়। ফলে দাঁড়িয়ে যায় ট্রেন (Train)। নামিয়ে দেওয়া হয় যাত্রীদের। যান্ত্রিক ত্রুটির কারণে বেশ কিছুক্ষণের জন্য মেট্রো চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। কিছুক্ষণ পরে কবি সুভাষ থেকে সেন্ট্রাল ও দক্ষিণেশ্বর থেকে নোয়াপাড়া পর্যন্ত মেট্রো পরিষেবা টালু করা হয়।
সপ্তাহের শুরুর দিনেই এই বিভ্রাটে প্রবল সমস্যায় পড়েন যাত্রীরা। দীর্ঘক্ষণ অপেক্ষা বিকল্প পথে গন্তব্যে পৌঁছনোর চেষ্টা করেন অনেকে। কিছুদিন আগেই আত্মহত্যার জেরে বেশ খানিকক্ষণ মেট্রো পরিষেবা ব্যাহত হয়। ফের এদিন মেট্রো সমস্যার জেরে নাজেহাল হন যাত্রীরা।