কর্ণাটকে(Karnataka) বিজেপি সরকারের(BJP Govt) কমিশনরাজ এক নতুন উচ্চতায় পৌঁছেছে। গত সপ্তাহে এক ঠিকাদার আত্মহত্যা করেছেন রাজ্যের এক সিনিয়র ক্যাবিনেট মন্ত্রী চার কোটি টাকার কাজের বিনিময়ে ৪০ শতাংশ কমিশন(Commission) দাবি করেছেন, এই অভিযোগ জানিয়ে। এখানেই শেষ নয়। সোমবার, এক লিঙ্গায়ত ধর্মীয় নেতা রাজ্যের বিজেপি সরকারের বিরুদ্ধে বড়সড় অভিযোগ তুললেন। লিঙ্গায়ত ওই ধর্মীয় নেতার অভিযোগ, সরকার ৩০ শতাংশ কমিশন কেটে নিয়ে মঠগুলোকে অনুদান দিচ্ছে।
লিঙ্গায়ত ধর্মগুরু ডিঙ্গলেশ্বর স্বামী এক বিবৃতিতে বলেছেন যে “সবাই জানে কী ঘটছে। যদি অনুদান স্বামীজিকে (মঠ) পেতে হয় তবে ৩০ শতাংশ কমিশন দিলেই তা সম্ভব।” কর্ণাটকের বিজেপি সরকারকে নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে যখন উডুপিতে একজন ঠিকাদার রাজ্য সরকারের মন্ত্রী কে এস ঈশ্বরাপ্পাকে নির্যাতনের অভিযোগ এনে আত্মহত্যা করেন। প্রাথমিকভাবে, কেএস ঈশ্বরাপ্পা পদত্যাগ করতে অস্বীকার করেছিলেন। কিন্তু পরে শুক্রবার ইস্তফা জমা দেন ঈশ্বরাপ্পা। এই সময় তিনি বলেছিলেন যে “আমি পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি কারণ আমি সেই ব্যক্তিদের অস্বস্তিকর অবস্থানে রাখতে চাই না যারা আমাকে এই অবস্থানে পৌঁছতে সাহায্য করেছিল”।