দক্ষিণ কর্ণাটকের( South Karnataka)বাংলার পাঁচ পরিযায়ী শ্রমিকের রহস্যজনক ভাবে (Migrant Worker)মৃত্যু হয়েছে। এরা সকলেই পশ্চিমবঙ্গের দেগঙ্গা এলাকার বাসিন্দা । স্বাভাবিক কারণে এই মৃত্যুকে ঘিরে এলাকা জুড়ে তৈরি হয়েছে চাঞ্চল্য ।
দক্ষিণ কর্ণাটকের বাজপাই থানা এলাকায় শ্রী উল্কা লিমিটেড নামের একটি মাছ কোম্পানিতে কাজ করতে গিয়েছিলেন দেগঙ্গা এলাকার ত্রিশ থেকে পয়ত্রিশ জন কর্মীদের একটি দল । সেখানে কাজের সময় মাছের চেম্বারে নেমে পাঁচজন কর্মীর মৃত্যু ঘটে ।

জানা গেছে রবিবার বিকেলে ওই মাছ কোম্পানির একটি মাছের চেম্বারে সাতজন শ্রমিক নেমেছিলেন । এর অনেক পরে সেই চেম্বার থেকে একে একে পাঁচজনের মৃতদেহ উদ্ধার করা হয়। বাকি দুজন বেঁচে থাকলেও তাঁদের অবস্থা আশঙ্কাজনক তাই তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে । এরা প্রত্যেকেই দেগঙ্গার বাসিন্দা । খবরটা আসা মাত্র ওই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয় ।
জানা গেছে আজ থেকে দু মাস আগে দেগঙ্গার বিভিন্ন এলাকা থেকে প্রায় ত্রিশ পয়ত্রিশ জনের একটি দল কাজের জন্য যায় কর্ণাটকের ওই অঞ্চলে । মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু হয়েছে ।
আরও পড়ুন:বিষ্ণুপুরে তৃণমূল নেতাকে বাঁশ দিয়ে পিটিয়ে খুন, গ্রেফতার বিজেপি কর্মী
উত্তর ২৪ পরগনা জেলার পরিষদের কর্মাধ্যক্ষ এ কে এম ফারহাদ সাহেব ওই পাঁচজন পরিযায়ী শ্রমিকের পরিবারের পাশে থাকবার সব রকম আশ্বাস দিয়েছেন এবং দ্রুত মৃতদেহ ফিরিয়ে নিয়ে আসার জন্য এলাকা থেকে একটি টিমকে দক্ষিণ কর্ণাটকে বাজপাই থানা এলাকায় পাঠানো হয়েছে।এই পাঁচ শ্রমিকের নাম মিজানুর ইসলাম , শারাফাত আলী , অমর ফারুক , নিজানুদ্দিন ও সমিউল ইসলাম।












































































































































