Fire:মা উড়ালপুলে আগুন, ব্যাহত যানচলাচল

0
2

সপ্তাহের শুরুতেই মা উড়ালপুলের উপর আগুন। উড়ালপুলের একাংশে জমে থাকা আবর্জনায় আচমকাই আগুন লেগে যায়।  ফলে আগুন দেখে দাঁড়িয়ে পড়ে একের পর এক গাড়ি। যার জেরে অফিস টাইমে উড়ালপুলের উপর তীব্র যানজট সৃষ্টি হয়। ব্যাহত হয় যানচলাচল।


আরও পড়ুন:কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড কোচবিহারের বহু এলাকা, মৃত ২



যদিও আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়।কীভাবে জমা আবর্জনায় আগুন লাঘার ঘটনা ঘটল তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।