করোনার বাড়বাড়ন্ত কমতেই ছন্দে ফিরতে শুরু করেছিল জনজীবন। এরই মধ্যে ফের চিন্তা বাড়াচ্ছে দেশের কোভিড গ্রাফ। একলাফে ৯০ শতাংশ বাড়ল দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, রাজধানীতে একধাক্কায় অনেকটাই বেড়েছে সংক্রমণ।
আরও পড়ুন:লখিমপুরের খেরি কাণ্ডে অভিযুক্ত কেন্দ্রীয় মন্ত্রীর ছেলের জামিন খারিজ সুপ্রিম কোর্টের
রবিবার দেশে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ১১৫০। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী,গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ২ হাজার ১৮৩ জন। যা আগের দিনের থেকে অনেকটাই বেশি। এর মধ্যে রাজধানী দিল্লিতেই আক্রান্ত ৫১৭ জন। যা আগের দিনের থেকে ১২ শতাংশ বেশি। চিন্তা বাড়াচ্ছে দেশের সক্রিয় করোনা রোগীর সংখ্যাও। আপাতত দেশে অ্যাকটিভ কেস হয়েছে ১১ হাজার ৫৪২।পাশপাশি বেড়েছে মৃতের সংখ্যাও। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৫ লক্ষ ১০ হাজার ৭৭৩ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ১ হাজার ৯৮৫ জন। সুস্থতার হার ৯৮.৭৬ শতাংশ।
প্রসঙ্গত, গত কয়েকদিন থেকেই রাজধানী সহ দেশের একাধিক রাজ্যে করোনার বাড়বাড়ন্ত নিয়ে উদ্বেগ বাড়ছে। দিল্লির সংক্রমণ বৃদ্ধি নিয়ে চিন্তায় কেন্দ্রীয় সরকার৷ স্কুলগুলিতে ছড়াচ্ছে সংক্রমণ৷ আক্রান্ত হচ্ছে পড়ুয়া থেকে শিক্ষক-শিক্ষিকারা৷ যার জেরে স্কুল বন্ধের নির্দেশ দিয়েছে কেজরিওয়াল সরকার৷ গত ২৪ ঘণ্টায় দিল্লিতে করোনা আক্রান্ত হয়েছে ৫১৭ জন।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.