ফের শিরোনামে লখিমপুরের খেরি। বিজেপির বিধায়কের স্টিকার লাগানো গাড়িতে পিষ্ট হলেন ২ বাইক আরোহী। ঘটনাস্থলেই দুই ভাইয়ের মৃত্যু হয়। গাড়িটি স্থানীয় বিজেপি বিধায়ক যোগেশ বর্মার বলে জানা গেছে।ইতিমধ্যেই গাড়ি সমেত চালককে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে লখিমপুরের খেরির রামপুরা এলাকায়।
আরও পড়ুন: Kunal: আসানসোলে ৩ লাখে হার, তৎকাল বিজেপির শোকসভা চলছে! টুইটে তীব্র খোঁচা কুণালের
পুলিশ সূত্রে খবর, রবিবার রাতে বিয়েবাড়ি যাওয়ার পথে বিধায়কের স্টিকার লাগানো গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে ২ বাইক আরোহীর।গাড়িটি বিজেপি বিধায়ক যোগেশ বর্মার বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনার প্রসঙ্গে তৃণমূলের বক্তব্য, বিজেপি মনে-প্রাণে সবদিক থেকেই মানুষকে শেষ করেছে। একদিকে মানুষের দাম কমেছে আর দাম বেড়েছে দ্রব্যমূল্যের। এর আগেও লখিমপুরের খেরিতে কেন্দ্রীয় মন্ত্রীর গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে আন্দোলনরত চাষীদের। বিজেপির ঔদ্ধত্য এতটাই বেড়েছে তা আরও একবার এই ঘটনায় প্রমাণ হল। আমি আশা করব বিচারব্যবস্থায় দোষীদের কঠোরতম শাস্তি হবে।
প্রসঙ্গত, সোমবারই লখিমপুরের খেরিতে গাড়ি চাপা দিয়ে কৃষক হত্যার ঘটনায় অভিযুক্ত কেন্দ্রীয় মন্ত্রীর ছেলে আশিস মিশ্রের জামিন খারিজ করে সুপ্রিম কোর্ট। তাঁকে এক সপ্তাহের মধ্যে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। আর এরই মধ্যে আবারও শিরোনামে উঠে এল লখিমপুরের খেরি।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.