কলকাতায় কালবৈশাখী, খুশির খবর দিল আলিপুর আবহাওয়া দফতর

0
2

তাপপ্রবাহ চলছে গোটা দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে । পাঁচটি  জেলায় এই তাপপ্রবাহ চলবে আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টা । এমতাবস্থায় আশার খবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর । দফতর অধিকর্তা গনেশ কুমার দাস জানিয়েছেন বিভিন্ন জেলায় তাপপ্রবাহ চললেও কলকাতায় ঝড় বৃষ্টির যথেষ্ট সম্ভাবনা রয়েছে ।

দেশের ব্যস্ততম মেট্রোপলিটন টাউনে হতে পারে কালবৈশাখী । এক দুদিনের মধ্যে না হলেও খুব তাড়াতাড়ি বৃষ্টিস্নাত হবে কল্লোলিনী কলকাতা। কলকাতা ছাড়াও দক্ষিণবঙ্গের  বেশ কয়েকটি জেলায় ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্র- বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর ।

দক্ষিণবঙ্গের পশ্চিমের পাঁচটি জেলা বাকুড়া, বীরভূম , পুরুলিয়া , পশ্চিম মেদিনীপুর , ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমান জেলায়ে  তাপপ্রবাহ চলছে। এই সব জেলায় তাপমাত্রা থাকবে মোটামুটি
৪২ থেকে ৪৩ ডিগ্রীর  কাছাকাছি  ।

তবে উত্তরবঙ্গের জন্য খবর সুখকর এখানকার প্রায় সব জেলাতেই বজ্র -বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শিলাবৃষ্টিও হতে পারে। বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার  গতিবেগ ঘণ্টায়ে ৪০ থেকে ৫০ কিলোমিটার থাকবে বলে মনে করা হচ্ছে। আলিপুর এবং কোচবিহার জেলাতেও বইবে ঝোড়ো বাতাস ।

জানা গেছে আগামী বুধবার থেকে শনিবারের মধ্যে কলকাতায় কালবৈশাখী ঝড় সহ বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরী হবে বলে নিশ্চিত আবহাওয়া দফতর কর্তারা। এছাড়া কালবৈশাখী মতোই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ , নদীয়া , বীরভূম , পূর্ব পশ্চিম মেদিনীপুরে । আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টায় এই বৃষ্টির পরিমাণ অনেকটা বাড়তে।পারে দক্ষিণবঙ্গের আরও বেশ কিছু জেলায় ।

আরও পড়ুন- মহিলাদের একাধিক প্রকল্প বিষয়ে জনসংযোগের লক্ষ্যে নয়া মহিলা সাংগঠনিক কমিটি তৃণমূলের