শনিবার রাতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (RCB) কাছে ১৬ রানে হারে দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। এই হারের কারণ হিসাবে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানের এক ওভারকে কাঠগড়ায় তুললেন দিল্লি অধিনায়ক ঋষভ পন্থ (Rishabh Pant)। বললেন, মুস্তাফিজুরের একটা ওভারেই সব হিসেব পাল্টে গিয়েছিল।

সাংবাদিক সম্মেলনে পন্থ বলেন,” আরসিবির ইনিংস যত এগিয়েছে, পিচ তত ব্যাটিং সহায়ক হয়ে উঠেছিল। সেই মুস্তাফিজুরের ওভারটাই ম্যাচের রং পাল্টে দিল। আমার মনে হয় পরিকল্পনা অনুযায়ী বল করা উচিত ছিল। কিন্তু চাপ ছিল আমাদের উপর। শেষ দিকে কার্তিক যে ভাবে ব্যাট করল তা সত্যিই প্রশংসনীয়। তাই ম্যাচের ফলাফল এরকম হল।”

২০ তারিখ পাঞ্জাব কিংসের বিরুদ্ধে পরবর্তী ম্যাচ। সেই ম্যাচে নামার আগে এই ম্যাচ থেকে শিক্ষা নিয়ে এগোতে চান পন্থ। পন্থ বলেন,” দল হিসেবে আরও ভাল খেলার জন্য কথা বলতে হবে নিজেদের মধ্যে। নিজেদের ভুল থেকে শিক্ষা নিতে হবে পরের ম্যাচে খেলতে নামার আগে।”
আরও পড়ুন:ATK Mohunbagan: ঢাকা আবাহনীর বিরুদ্ধে নামার আগে সর্তক বাগান ব্রিগেড












































































































































