চিনের জাতীয় অর্থনীতি কী সঙ্কটের মুখে? সরকারিভাবে চিন একথা স্বীকার না করলেও বেসরকারি মতে চিনের অর্থনীতির হাল বেশ খারাপ। চিনে করোনা সংক্রমণ দিন কে দিন বাড়ছে। মোটামুটি সারা বিশ্বেই এই মুহূর্তে করোনা সংক্রমণ অনেকটাি নিয়ন্ত্রিত হলেও চিনে করোনা সংক্রমণ নতুন করে মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে। সঙক্রমণ এতটাই যে চিনের ৪৪টি শহরে সম্পূর্ণ বা আংশিক লকডাউন চলছে। এমন পরিস্থিতি চলতে থাকলে সে দেশের অর্থনৈতিক সঙ্কট জাতীয় সঙ্কটে পরিণত হতে পারে বলে মনে করা হচ্ছে। খোদ চিনের বাণিজ্যিক রাজধানী সাংহাইতেই গত ২৮ মার্চ থেকে লকডাউন চলছে। ওই প্রদেশের প্রায় তিন কোটি মানুষ পুরোপুরি ঘরবন্দি হয়ে রয়েছেন। সেখানে খাদ্য, পানীয় জল ও অন্যান্য প্রয়োজনীয় দ্রব্যের সঙ্কট তৈরি হয়েছে। বহু মানুষ অনাহারে রয়েছেন। আর এই সব তথ্য যাতে বাইরের পৃথিবী জানতে না পারে সেজন্য কড়া প্রহরায় রাখা হয়েছে বাসিন্দাদের। পুলিশ সারাক্ষণ নজরদারি চালাচ্ছে। ড্রোনের মাধ্যমেও বাসিন্দাদের উপরে নজরদারি করছে চিন প্রশাসন। ফলে ভয়ে আতঙ্কে ত্রস্ত হয়ে আছেন চিনের বাসিন্দারা।

চিন সরকারের দাবি কোথাও কোনো সঙ্কট নেই। থাকলেও তা দ্রুত মিটিয়ে নেওয়া হচ্ছে। অন্যদিকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রকের দাবি চিন সরকার প্রকৃত তথ্য আড়াল করতে চাইছে।






























































































































