- দুই কেন্দ্রের উপনির্বাচনে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে জয়ী বাবুল সুপ্রিয়, অন্যদিকে, অগ্নিমিত্রাকে পিছনে ফেলে আসানসোল লোকসভা কেন্দ্রে বাজিমাত শত্রুঘ্নর।
- উপনির্বাচনে জয় তৃণমূল কংগ্রেসের। ফলপ্রকাশের পরই কালীঘাট মন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধন্যবাদ জানালেন ভোটারদের ।
- পর্যটন কেন্দ্র হিসেবে জলপাইগুড়িকে নতুন করে সাজানোর উদ্যোগ নিল শিলিগুড়ি-জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদ।
- কলকাতা পুলিশের আধুনিকীকরণের উদ্যোগ। আলিপুর বডিগার্ড লাইন্সে ১০টি ভ্রাম্যমান তদন্তকারী যান ও ১৮টি ভ্রামমান শৌচাগারের উদ্বোধন করলেন পুলিশ কমিশনার বিনীত গোয়েল। ৪টি মোবাইল কিচেনেরও উদ্বোধন হয়। পাশাপাশি পুলিশ কর্মী ও সাধারণ মানুষের সুবিধায় কলকাতা পুলিশের তরফে একটি ডায়গনস্টিক সেন্টার চালু হয়। যেখানে ২৪ ঘণ্টা মিলবে পরিষেবা।
- পশ্চিমবঙ্গেও বসবে হনুমানের বিশালাকার মূর্তি, ঘোষণা মোদির।
- তৃণমূলের কাছ থেকে অনেক কিছু শেখার আছে । উপনির্বাচনে হারের পর বিজেপি নেতা সৌমিত্র খাঁ বললেন, ‘দলের মাথায় অপরিণত নেতৃত্ব, তৃণমূলের থেকে শিখতে হবে,’
- হাঁসখালিকাণ্ডে গ্রেফতার তৃতীয় অভিযুক্ত রঞ্জিত মল্লিক ওরফে লাদেনকে ।আদালত চত্বর থেকে তাকে গ্রেফতার করে সিবিআই। আজ তাকে জিজ্ঞাসাবাদ করে কী উঠে আসে তা দেখার।
- বৈশাখের শুরু থেকে গরমের দাবদাহে পুড়ছে দক্ষিণবঙ্গ। তার উপর পশ্চিমের বেশ কিছু জেলায় তাপপ্রবাহের সম্ভাবনার কথা শোনাল আলিপুর আবহাওয়া দফতর। কলকাতা-সহ বেশ কিছু জেলায় গরম এবং শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। পাশাপাশি, উত্তর ও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকলেও তাপমাত্রার খুব একটা হেরফের হবে না বলেই জানিয়েছে হাওয়া অফিস।
- ইউক্রেনের পশ্চিম থেকে রুশ বাহিনী সরে গিয়েছে অনেক আগেই। রাজধানী কিভেও হস্তক্ষেপ করতে পারেননি পুতিন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রুশ বাহিনীর হাত থেকে ইউক্রেনকে বাঁচাতে পশ্চিমী দেশগুলির কাছ থেকে সাহায্য চেয়েছেন।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.














































































































































