দিনের পর দিন বাবার কাছে ধর্ষিত হতে হচ্ছিল এক নাবালিকাকে। মাকে বহুবার জানিয়েও কোনো লাভ হয়নি । তাই একাই পায়ে হেঁটে থানায় গিয়ে বাবার নামে ধর্ষণের অভিযোগ দায়ের করল নাবালিকা । ঘটনাটি ঘটেছে বীরভূমের খয়রাশোল ব্লকের কাঁকরতলা থানার সাহাপুর গ্রামে। নাবালিকার অভিযোগের ভিত্তিতে পুলিশ তার বাবা গিদান শেখ ওরফে গাদু নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। ওই নাবালিকার মা যদিও তার মেয়ের অভিযোগ অস্বীকার করেছেন।
পুলিশ জানিয়েছে, ওই নাবালিকার বাবা কয়েক বছর ধরে তার উপরে লাগাতার ধর্ষণ ও শারীরিক অত্যাচার করছিল । মেয়ে বহুবার মাকে জানিয়েছে। মা চুপ থাকতে বলেছে । বাবার বিরুদ্ধে কোনো প্রতিবাদ করেনি । কিন্তু দিনের পর দিন এই শারীরিক অত্যাচার সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত নবালিকা মেয়েটি নিজেই আইনের পথ বেছে নিয়েছে। নিজেই পায়ে হেঁটে থানায় গিয়ে সংশ্লিষ্ট পুলিশ আধিকারিককে বিস্তারিতভাবে সব জানায় । ওই মেয়েটির অভিযোগের ভিত্তিতে পুলিশ বাড়িতে এসে তার বাবাকে গ্রেফতার করে।