মার্কিন মুলুকে দাঁড়িয়ে চিনকে কড়া বার্তা দিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Defence Minister Rajnath Singh)। সাম্প্রতিক অতীতে লাদাখ ও অরুণাচলপ্রদেশে (Arunachal Pradesh) একাধিকবার চিনা (China) অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। বড়সড় সংঘর্ষ বেধেছে প্যাংগং লেকের দখল নিয়ে। এই পরিস্থিতিতে দিল্লির (Delhi) এই বার্তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে কূটনৈতিক মহল।
রাজনাথ সিং (Defence Minister Rajnath Singh) শুক্রবার বলেছেন, ভারত যদি ক্ষতিগ্রস্ত হয়, তা হলে দায়ী কাউকেই ছাড় দেওয়া হবে না। ভারত-চিন সীমান্তে কর্মরত ভারতীয় সেনাদের বীরত্ব তুলে ধরে প্রশংসাও করেন রাজনাথ সিং। বলেন, ভারতীয় সৈন্যরা কী করেছে এবং সরকার কী সিদ্ধান্ত নিয়েছে, তা খোলাখুলি বলতে পারি না। তবে আমি নিশ্চিতভাবে বলতে পারি যে, চিনের কাছে একটি বার্তা গিয়েছে যে, ভারতের ক্ষতি হলে কাউকে ছাড় দেওয়া হবে না। মার্কিন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিস্কোতে ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিকদের এক সম্মেলনে হাজির হয়েছিলেন রাজনাথ। সেখানেই তিনি চিনকে তোপ দাগেন।
আরও পড়ুন: কেজরিওয়ালের বাড়িতে ভাঙচুরের ঘটনায় অভিযুক্ত ৮ জনকে সংবর্ধনা দিল বিজেপি
পাশাপাশি ভারতের স্বাধীন বিদেশনীতি নিয়ে আমেরিকাকেও কথা শোনান। রাজনাথ বলেন, দিল্লি বিদেশনীতিতে শূন্য যোগফলের খেলা খেলতে চায় না। এক দেশের সঙ্গে সম্পর্ক গড়তে গিয়ে অন্য দেশের সঙ্গে সম্পর্ককে জলাঞ্জলি দেওয়ার নীতিতে আমরা বিশ্বাসী নই। রাশিয়ার সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক বজায় রাখায় হোয়াইট হাউসের তোপে একাধিকবার পড়তে হয়েছে ভারতকে। তথ্যাভিজ্ঞ মহলের অভিমত, এবার আমেরিকার মাটিতে দাঁড়িয়েই কৌশলে বাইডেন প্রশাসনকেই কথা শোনালেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী।