চোটের কারণে আইপিএল (IPL) থেকে ছিটকে গিয়েছেন দীপক চাহার (Deepak Chahar)। যা সম্ভাবনা তাতে টি-২০ বিশ্বকাপেও (T-20 World Cup) ভারতের (India) হয়ে অনিশ্চিত তিনি। আইপিএল থেকে ছিটকে যেতেই নিজের সোশ্যাল মিডিয়ায় সমর্থকদের উদ্দেশে এক বিশেষ বার্তা দিলেন দীপক।

এদিন সোশ্যাল মিডিয়ায় দীপক লেখেন,” চোটের কারণে এই বছরের আইপিএল খেলতে না পারায় আমি দুঃখিত। সত্যিই খেলতে চেয়েছিলাম। কিন্তু হলো না। তবে প্রতি বারের মতো আবারও ভাল হয়ে ফিরে আসব। কঠিন সময়ে পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।”
— Deepak chahar 🇮🇳 (@deepak_chahar9) April 15, 2022

চলতি বছর ফেব্রুয়ারি মাসে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলতে গিয়ে হ্যামস্ট্রিংয়ে চোট পান চাহার। তার পর থেকে এক মাসেরও বেশি সময় ধরে বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব করছেন তিনি। সূত্রের খবর তাঁর চোট পুরনো এখনও পুরোপুরি সারেনি। এবারের আইপিএলের নিলামে ১৪ কোটি টাকায় চাহারকে কেনে চেন্নাই সুপার কিংস। কিন্তু চোটের কারণে মাঠে নামা হলো না তাঁর।
আরও পড়ুন:KKR: ‘রাহুলের দুরন্ত ইনিংসের কাছেই ম্যাচটা হেরে গিয়েছি’, বললেন শ্রেয়স












































































































































