Santosh Trophy : জয় দিয়ে সন্তোষ ট্রফির অভিযান শুরু করল বাংলা

0
1

জয় দিয়ে সন্তোষ ট্রফির (Santosh Trophy) অভিযান শুরু করল বাংলা (Bengal)। সন্তোষ ট্রফির প্রথম ম‍্যাচে শক্তিশালী পাঞ্জাবকে (Punjab) হারাল ১-০ গোলে। বাংলার হয়ে একমাত্র গোলটি করেন শুভম ভৌমিক।

ম‍্যাচে এদিন শুরু থেকেই দাপট দেখায় রঞ্জন ভট্টাচার্যের দল। তবে পাঞ্জাবের ডিফেন্স শক্তিশালী হওয়ায় প্রথমার্ধে একাধিকবার আক্রমণে গেলেও গোলের দরজা খুলতে ব‍্যর্থ হয় তারা। তবে দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁঝ বজায় রাখে বাংলা। যার ফলে ম‍্যাচে ৬১ মিনিটে গোল করে বাংলাকে ১-০ এগিয়ে দেন শুভম ভৌমিক। আর সেই গোলেই ম্যাচ শেষ করতে হয় বাংলাকে।

তবে জয় এলেও কেরালার গরম নিয়ে চিন্তিত বাংলার কোচ। মাল্লাপুরমে প্রচন্ড গরমের মধ্যে খেলা হওয়ায় সেই চিরাচরিত ফুটবল খেলতে পারেনি বাংলা দল। সকাল সাড়ে নয়টায় ম‍্যাচ শুরু হওয়ায় রোদের তাপের মধ্যে খেলতে হয়েছে দুই দলকে। কিন্তু সব বাধা কাটিয়ে এই বড় জয় তুলে আনল বাংলা।

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস