বাংলায় ট্যুইট করে নববর্ষের (Bengali New Year 1429) শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাজ্যপাল জগদীপ ধনকড়। প্রধানমন্ত্রী ট্যুইটারে লেখেন, “শুভ নববর্ষ।”
আরও পড়ুন-Weather Forecast:বর্ষ শুরুর প্রথম দিনেই সুখবর, বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের
প্রধানমন্ত্রী লিখেছেন, “পয়লা বৈশাখের শুভেচ্ছা। বিশেষ এই অনুষ্ঠান বাঙালির সংস্কৃতিকেই প্রকাশ করে। আমি আশা করি আগামী বছর আনন্দ, শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসবে। আমাদের সব ইচ্ছা পূরণ হোক। শুভ নববর্ষ।”
Shubho Nabo Barsho!
Best wishes on Poila Boishakh. pic.twitter.com/Nfle3Erb9Z
— Narendra Modi (@narendramodi) April 15, 2022
বাংলা নববর্ষ (Bengali New Year 1429) উপলক্ষ্যে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। টুইটারে রাজ্যপাল লিখেছেন, “পয়লা বৈশাখের শুভেচ্ছা। নতুন বছর আপনার ও আপনার পরিবারের জন্য সুখ, সমৃদ্ধি বয়ে আনুক। বাংলাকে ভয়শূন্য চিত্ত ও উচ্চ শির করে তোলার জন্য গুরুদেবের স্বপ্ন সফল হোক। সর্বত্র তা ফলপ্রসূ হোক।”
https://twitter.com/jdhankhar1/status/1514808367100833795