জঙ্গলমহলে বাম জমানার সেই আতঙ্ক কি ফিরছে? কেন্দ্রীয় গোয়েন্দাদের তরফে মাওবাদীদের প্রভাব বাড়ছে বলেই আশঙ্কা! সম্প্রতি উদ্ধার হয়েছে মাওবাদী দাবি সম্বলিত পোস্টার, ল্যান্ডমাইন ইত্যাদি। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামের কিছু অংশে মাওবাদী প্রভাব বেড়েছে বলেই খবর পেয়েছেন গোয়েন্দারা। এমনকী, গত ৮ এপ্রিল জঙ্গলমহলে মাওবাদীদের ডাকা বনধে ব্যাপক সাড়া পড়েছিল।

এবার বড়সড় হামলার আশঙ্কা করে জারি হল ১৫ দিনের হাই অ্যালার্ট। কোনওরকম ঝুঁকি না নিয়ে জঙ্গলমহলের অধীনস্থ সমস্ত পুলিশকর্মীর ছুটি বাতিল করে অবিলম্বে কাজে যোগ দেওয়ার নির্দেশও এসেছে নবান্নের তরফে। পুলিশকর্মীরা ছুটিতে থাকলে, নিজেদের থানায় রিপোর্টিংয়ের নির্দেশ দেওয়া হয়েছে। থানায় না জানিয়ে পুলিশকর্মীরা কোথাও যেতে পারবেন না বলেও নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন- বছরের প্রথম দিনে জমজমাট তারাপীঠ-দক্ষিণেশ্বর

পাশাপাশি প্রশাসনের তরফে সতর্ক করে দেওয়া হয়েছে মাওবাদী অধ্যুষিত জঙ্গলমহল এলাকার সমস্ত নেতাকে। ব্যক্তিগত বা সরকারি নিরাপত্তারক্ষীদের সঙ্গে রাখার পরামর্শও দেওয়া হয়েছে। ইতিমধ্যে পুলিশের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় যৌথ অপারেশন শুরু করা হয়েছে। বিভিন্ন জায়গায় চালানো হচ্ছে নাকা তল্লাশি।



































































































































