প্রয়াত বিখ্যাত চিকিৎসক বৈদ্যনাথ চক্রবর্তী। তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর। শুক্রবার সকাল ৯টা ৪০ মিনিটে সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। দেশজুড়ে আইভিএফ চিকিৎসার জন্য তিনি বিখ্যাত ছিলেন। দেশে প্রথম টেস্ট টিউব বেবির জন্ম হয় তাঁর হাত ধরেই। বিখ্যাত চিকিৎসকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে চিকিৎসক মহলে।
আরও পড়ুন:নতুন বছরকে স্বাগত জানিয়ে মন্দিরে মন্দিরে উপচে পড়া ভিড়, উৎসবের মেজাজে রাজ্যবাসী
কয়েকদিন আগেই সেরিব্রাল অ্যাটাক হয় তার। এরপর থেকেই একের পর এক অসুস্থতায় ভুগছিলেন তিনি। এছাড়াও বার্ধক্যজনিত একধিক সমস্যা ছিল বিখ্যাত এই চিকিৎসকের। গত বছর কোভিড আবহে তাঁর মূত্রনালিতে সংক্রমণ ধরা পড়ে। সেইসঙ্গে কোভিডেও আক্রান্ত হন। যদিও করোনাকে জয় করে বাড়ি ফেরেন তিনি। তবে এবারে আর শেষরক্ষা হল না। নববর্ষের দিনেই সকালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
প্রসঙ্গত, কৃত্রিম উপায়ে প্রজননের জন্য বিখ্যাত ছিলেন চিকিৎসক বৈদ্যনাথ চক্রবর্তী। কৃত্রিম উপায়ে প্রজননের গবেষণার জন্য দেশজুড়ে তাঁর খ্যাতি ছড়িয়ে পড়ে। ১৯৮৬ সালে তাঁর উদ্যোগে তৈরি হয় ‘ইনস্টিটিউট অব রিপ্রোডাকটিভ মেডিসিন’ প্রতিষ্ঠান। পরবর্তীকালে তাঁর তৈরি গবেষণাপত্র ICMR এর হাতে তুলে দেন চিকিৎসক বৈদ্যনাথ চক্রবর্তী।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.