সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ সিবিএসই বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণির ফাইনাল পরীক্ষার কিছু রদবদল হয়েছে। সিদ্ধান্ত হয়েছে আগামী শিক্ষাবর্ষ থেকে একটা করে পরীক্ষা নেওয়া হবে। দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা পরবর্তী শিক্ষাবর্ষ থেকে একবার করেই নেওয়া হবে । টার্ম ওয়ান এবং টার্ম টু হিসেবেই পরীক্ষা হবে। মাঝে করোনা পরিস্থিতির জন্য দুটি করে টার্মে পরীক্ষা নেওয়া হচ্ছিল। কিন্তু আবার পুরনো পদ্ধতি ফিরিয়ে আনা হচ্ছে। অর্থাৎ ২০২১-২২ শিক্ষাবর্ষে একটি করে পরীক্ষা নেওয়া হবে । অর্থাৎ ফের পুরনো নিয়ম ফিরিয়ে আনা হল।