বেহালাকাণ্ডের পর কড়া মনোভাব লালবাজারের, কলকাতার থানাগুলিকে বিশেষ বার্তা নগরপালের

0
1

একটি মেলা ও এলাকা দখলকে কেন্দ্র করে সম্প্রতি বেহালার ১২১ নম্বর ওয়ার্ডে দুই গোষ্ঠীর সংঘর্ষ ব্যাপক উত্তেজনা ছড়ায় বেহালার চড়কতলা এলাকায় এই ঘটনায় বেশ কয়েকজন গুরুতর আহত হয়। পুলিশ আসলেও দুই পক্ষকে নিয়ন্ত্রণে আনতে যথেষ্ট বেগ পেতে হয় তাদের। পুলিশের সামনেই দু’পক্ষের ইট বৃষ্টি চলে। বেশ কয়েক রাউন্ড গুলি চালানোর অভিযোগও উঠেছে। এরপরই বেহালা কাণ্ডে কড়া পদক্ষেপ করে শাসক দল। বহিষ্কার করা হয় যুব অভিযুক্ত নেতা সোমনাথ ওরফে বাবন বন্দ্যোপাধ্যায়কে।

এবার বেহালার ঘটনার ক্ষুব্ধ লালবাজার। কলকাতা এলাকার থানাগুলোর উদ্দেশে কলকাতা পুলিশ কমিশনারের নির্দেশ, এখন থেকে নিশ্চিত করতে হবে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটলে তা অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ অনুযায়ী নিয়ন্ত্রণ কক্ষে রিপোর্ট করা। প্রয়োজনে পরিস্থিতি মোকাবিলায় অতিরিক্ত পুলিশ ফোর্স চাওয়া। এছাড়াও অন্যান্য থানা থেকে নিজের ডিভিশনে পুলিশ বাহিনী নিয়ে আসতে পারেন। ডিভিশনাল ডিসিদের তাদের সুপারভিশন করা অফিসারদেরও অবহিত রাখতে হবে সেই সময়।

আরও পড়ুন- জলখাবার দিতে দেরি করার অপরাধে পুত্রবধূকে গুলি  শ্বশুরের

লালবাজারের তরফে আরও বলা হয়, কোনও
রকম সংবেদনশীল অথবা গুরুতর কোনও ঘটনা ঘটলে, যেখানে আইনশৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে, এমন পরিস্থিতির ক্ষেত্রে, মূলত রাতে, ডিভিশনাল ডিসিকে কন্ট্রোল রুমের দায়িত্বে থাকতে হবে। জয়েন্ট সিপি হেডকোয়ার্টারকে পরিস্থিতিটি জানাতে হবে।