বগটুই-কাণ্ডে আরও একজনকে গ্রেফতার করল সিবিআই। বগটুইয়ে (Bogtui) পেট্রোল (Petrol) নিয়ে যাওয়ার অভিযোগে টোটোচালক রিটন শেখকে (Riton Shekh) গ্রেফতার করা হয়েছে। তাঁকে রামপুরহাট আদালতে তোলা হলে তিনদিনের সিবিআই (CBI) হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শী ও ধৃতদের বয়ান এবং পেট্রোল পাম্পের সিসি ক্যামেরার ফুটেজে রিটনের ছবি ধরা পড়েছে। অভিযোগ, ঘটনার দিন বগটুইয়ে পেট্রোল নিয়ে গিয়েছিলেন তিনি। হত্যাকাণ্ডে রিটন জড়িত বলে অভিযোগ।
রীতি লঙ্ঘন!স্পিকারের অনুরোধ সত্ত্বেও রাজ্যপাল বিজেপির ‘মুখপাত্রের’ ভূমিকায়
এই নিয়ে বগটুই-কাণ্ডে ৬ জনকে গ্রেফতার করা হল। আগেই অভিযুক্ত লালন শেখের সহযোগী বাপ্পা শেখ, সাবু শেখ, সমীর শেখ-সহ ৫ জনকে গ্রেফতার করা হয়। সিবিআই সূত্রে খবর, তাঁদের জেরা করেই রিটন সম্পর্কে তথ্য মেলে। এদিন তাঁকে রামপুরহাট আদালতে তোলা হলে, তিনদিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেন বিচারক। জেরা করে বগটুই কাণ্ড সম্পর্কে আরও তথ্য মিলবে বলে আশাবাদী কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।