Ranbir Alia wedding update: পাঞ্জাবি রীতি মেনে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন রণবীর আলিয়া

0
2

সাতজন্মের বন্ধনে আবদ্ধ হলেন রণলিয়া(Ranbir Alia)। টিনসেল  টাউন জুড়ে একটাই আলোচনা, বিয়ের আসরে আলিয়া রণবীর(Alia Ranbir)। দুপুর ৩টে নাগাদ বিয়ের অনুষ্ঠান শুরু হয়েছে। গায়ে হলুদের পর প্রথা মেনে চুড়া সেরেমনি। পাঞ্জাবি রীতি (Punjabi rituals)মেনে চলছে নিয়ে। কাপুর পরিবারের প্রত্যেকের উপস্থিতিতে রাজকীয় বিয়ে। কৃষ্ণারাজ বাংলো থেকে বরযাত্রীরা আসেন বিয়ের মন্ডপে(Wedding venue)।

বিয়ের ফুল ফুটেছে আগেই, এবার ধরা দেওয়া বিয়ের সাজেই। থিম প্যাস্টেল রং। ডিজাইনার অদলবদল করে বিয়ের পোশাকে চমক রণলিয়ার।বিয়েতে সব্যসাচীর লেহেঙ্গায় অপূর্ব সুন্দরী আলিয়া ভাট এবং রণবীর কাপুরের পরনে মণীশ মলহোত্রার(Manish Malhotra) ডিজাইনার পোশাক। রণবীরের বান্দ্রার বাস্তু-র সাত তলায় বিয়ের মূল অনুষ্ঠান চলছে।দুপুর থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলবে বিয়ের অনুষ্ঠান। সন্ধ্যে ৭টার পর মিডিয়ার সামনে আসবেন নব দম্পতি বলেই জানা যাচ্ছে।

রাজকীয় বিয়ের মেনুতে থাকছে ৫০ টি দেশের নানা পদ। নিমন্ত্রিতদের মধ্যে উপস্থিত হয়েছেন অয়ন মুখোপাধ্যায়(Ayan Mukhopadhyay), করণ জোহর(Karan Johar), সঞ্জয় লীলা বনশালি(Sanjay leela bhansali), জোয়া আখতার। আলিয়া এবং রণবীরের পরিবারের সব আত্মীয়রাই বিয়ের অনুষ্ঠানে আছেন বলে জানা যাচ্ছে।