Ranbir Alia wedding: আর মাত্র কয়েকঘণ্টা, রাজকীয় বিয়ের সাক্ষী হতে চলেছে বলিউড!

0
1

সব জল্পনার অবসান। আজই গাঁটছড়া বাঁধতে চলেছেন রালিয়া(Ranbir Alia)। হাতে আর একদম সময় নেই। আর একটু পরেই বিয়ের পিঁড়িতে বসছেন রণবীর-আলিয়া(Ranbir Alia)। বিবাহ সংক্রান্ত একাধিক নিয়ম আচার অনুষ্ঠান শুরু হয়ে গেছে  ইতিমধ্যেই।পাঞ্জাবি(Punjabi) মতে বিয়ে হবে বলেই জানা যাচ্ছে।

প্রতীক্ষার অবসানে আজ বিবাহ বন্ধনে রণবীর-আলিয়া(Ranbir Alia)। সূত্র থেকে জানা গেছে, দুপুর ২ টো ৫০ মিনিটে বিবাহবন্ধনে আবদ্ধ হবেন এই তারকা জুটি।সাজো সাজো রব বলিউডে(Bollywood)। বিশেষ মুহূর্তের জন্য সকলেই মরিয়া হয়ে আছেন।

একনজরে আলিয়া ও রণবীরের বিয়ের খুঁটিনাটি:

  • কড়া নিরাপত্তার ঘেরাটোপে নিজেদের ঘনিষ্ঠ অতিথিদের নিয়েই অনুষ্ঠিত হবে বিয়ের অনুষ্ঠান।
  • চূড়া ও পাগড়ি অনুষ্ঠানের পরই ঘোড়ায় চড়ে বিয়ের মন্ডপে হাজির হবেন ঋষি পুত্র ।
  • মাত্র ৪৫ থেকে ৫০ জন অতিথি নিয়েই সম্পন্ন হবে বিবাহ অনুষ্ঠান।
  • রণবীরের বান্দ্রার বাস্তু-র সাত তলায় বিয়ের মূল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
  • দুপুর থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলবে বিয়ের অনুষ্ঠান। সন্ধ্যে ৭টার পর মিডিয়ার সামনে আসবেন নব দম্পতি।
  • রাজকীয় আয়োজন বিয়ের মেনুতেও। থাকছে ৫০ রকমের পদ,২৫ রকমের নিরামিষ পদ রান্না হচ্ছে। একদিকে যেমন চিকেন , মটন  থাকছে পাশাপশি চাপাটি, ডাল মাখানির মত নিরামিষ আয়োজনের ব্যবস্থা করা হয়েছে।
  • মহেশ ভাট(Mahesh Bhatt), সোনি রাজদান(Soni Rajdan) ইতিমধ্যেই বাস্তু তে বিয়ের কাজে ব্যস্ত বলেই জানা যাচ্ছে।

আঁটোসাঁটো নিরাপত্তার ঘেরাটোপে আর কিছুক্ষণের মধ্যেই বলিউডের হাইপ্রোফাইল বিয়ে শুরু হতে চলেছে।