আর কয়েক ঘণ্টার অপেক্ষা ! টানা প্রায় পাঁচ বছরের ডেটিংয়ের পরে আজ সাত পাকে বাঁধা পড়তে চলেছেন অভিনেতা রণবীর কাপুর এবং আলিয়া ভাট। শুধু বলিউড নয়, গোটা দেশের নজর এখন সেই বিয়ের দিকেই। আজ, ১৪ এপ্রিল, বেলা দুটোর দিকে শুরু হতে চলেছে বিয়ের মূল অনুষ্ঠান।
আরও পড়ুন:অধীরের স্ত্রী-কন্যার মৃত্যু রহস্যের সত্য উন্মোচনে CBI তদন্তের দাবি তৃণমূল বিধায়ক লাভলির
বুধবারই মুম্বাইয়ের পালি পাহাড়ে রণবীর কাপুরের বাসভবন বাস্তুতে প্রাক-বিবাহের উৎসব অনুষ্ঠিত হয়। ইতিমধ্যেই আলিয়া ভাটের বহু ননদ করিনা কাপুর খান, করিশ্মা কাপুর, করণ জোহর, মহেশ ভাট, অয়ন মুখোপাধ্যায় এবং অন্যান্য ঘনিষ্ঠজনেরা আর-কে হাউসে পৌঁছেছেন। উভয়পক্ষের বাড়িতেই এখন উৎসবের মেজাজ। ইতিমধ্যেই সঙ্গীত ও মেহেন্দির টুকরো ছবিও উঠে এসেছে। আর আজ শুভ মহরৎ।
বুধবারই নীতু কাপুর জানিয়ে দিয়েছেন, তাঁর ছেলে রণবীরের বিয়ে ১৪ এপ্রিল বৃহস্পতিবার ।এ ক’দিন যাবৎ বিয়ের দিন নিয়ে নানা সংশয় এবং দ্বিধা তৈরি হয়েছিল অনুরাগী এবং ভক্ত মহলে। সেই সমস্ত সংশয়ের অবসান ঘটিয়ে নীতু কাপুর মুম্বইয়ের সংবাদমাধ্যমকে জানালেন, বিয়ের পাগড়ি পরা উৎসব শুরু হবে সকাল ১১টায়। মহরৎ এবং ‘ফেরে’ নেওয়া হবে দুপুর ২টো থেকে ৩টের মধ্যে।পাশাপাশি হাসি মুখে নীতু বলেছেন, ‘‘আলিয়া বেস্ট বউ।’’
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.