“তাপসীর মতো বিচার পাবে না হাঁসখালির নাবালিকাও”: সিবিআই তদন্তে হতাশ মনোরঞ্জন

0
3

তাপসী মালিক। সিঙ্গুর (Singur) আন্দোলনের সবচেয়ে চর্চিত নাম। তাঁর হত্যাকাণ্ড ঘুরিয়ে দিয়েছিল আন্দোলনের মোড়। কিন্তু তাপসী মালিকের ধর্ষণ-খুনের বিচার হয়েছে কি? আজও একবুক হতাশা নিয়ে বসে রয়েছেন তাপসীর বাবা মনোরঞ্জন মালিক (Manoranjan Malik)। হাঁসখালির নির্যাতিতার খবর সংবাদমাধ্যমে পেয়েছেন তিনি। তবে, সিবিআই (CBI) তদন্তে আর আস্থা নেই তাঁর। সিঙ্গুর স্টেশনের পাশে নিজের দোকানের সামনে বসে মনোরঞ্জনের মন্তব্য, “আমার মেয়ের মতোই বিচার পাবে না হাঁসখালির মেয়েটাও”।

হাঁসখালি ধর্ষণ-খুন মামলার তদন্ত সিবিআইকে দিয়েছে কলকাতা হাইকোর্ট। তবে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপর ভরসা নেই তাপসীর বাবা মনোরঞ্জন মালিকের। মমতা বন্দ্যোপাধ্যায়ের করে দেওয়া বুড়োশান্তি মাঠের দোকানে বসে তিনি বলেন, “তাপসী কোনও বিচার পায়নি। এরাও পাবে না।” তাপসী মালিকের হত্যাকাণ্ডে স্থানীয় সিপিআইএম কর্মী দেবু মালিক ও তৎকালীন সিপিএমের সিঙ্গুর জোনাল সম্পাদক সুহৃদ দত্তকে গ্রেফতার করে সিবিআই। কিন্তু শাস্তি হয়নি। পরে জামিনে মুক্তি পান দুই সিপিআইএম নেতা। তাই আর সিবিআই তদন্তে আস্থা নেই মনোরঞ্জনের। তাঁর একমাত্র ভরসাস্থল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আশা যদিও কোনও উপায় কেউ করতে পারেন, তাহলে ‘দিদিই’ পারবেন।

আরও পড়ুন- মেয়াদ ফুরোনোর পরেও দিব্যি চলছিল রোপওয়ে, চাঞ্চল্যকর দাবি ঝাড়খণ্ডের পর্যটন বিভাগের ডিরেক্টর