বি আর আম্বেদকরের জন্মদিবসে ট্যুইট করে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ট্যুইট বার্তায় তিনি লেখেন, “জন্মজয়ন্তীতে ভীমরাও রামজি আম্বেদকরকে আমার আন্তরিক শ্রদ্ধা।সকলের মঙ্গলের জন্য এবং আমাদের সংবিধানের মূল নীতিগুলিকে সম্মুন্নত রাখতে অক্লান্ত পরিশ্রম করতে, তাঁর জীবন ও কর্ম যেন আজীবন আমাদের অনুপ্রাণিত করে।”
My sincere tributes to Dr. B. R. Ambedkar on his birth anniversary. May his life and works continue to inspire us to work tirelessly for the good of all and to uphold the cardinal principles of our Constitution.
— Mamata Banerjee (@MamataOfficial) April 14, 2022
আরও পড়ুন:এখন আম্বেদকরের শিক্ষা সবচেয়ে জরুরি: শ্রদ্ধা জানিয়ে লিখলেন অভিষেক
১৪ এপ্রিল বি আর আম্বেদকরের জন্মদিন। সারাদেশে শ্রদ্ধার সঙ্গে পালিত হচ্ছে এই দিনটি। সংবিধান প্রণেতাকে শ্রদ্ধা জানিয়ে একটি ট্যুইট ছাড়াও বৈশাখী উৎসব উপলক্ষে আরও একটি ট্যুইট করে দেশবাসীকে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Heartiest Baisakhi greetings. May the joys and the colours of the celebrations usher in prosperity, happiness, success and good health.
— Mamata Banerjee (@MamataOfficial) April 14, 2022
এছাড়াও পুতান্ডু উৎসব নিয়েও আরও একটি ট্যুইট করে শুভেচ্ছাবার্তা জ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
On the auspicious occasion of Puthandu, my heartiest greetings and best wishes to all my Tamil brothers and sisters for a very happy and prosperous New Year.
— Mamata Banerjee (@MamataOfficial) April 14, 2022