Deepak Chahar: সারেনি চোট, আইপিএলের পর আসন্ন টি-২০ বিশ্বকাপেও অনিশ্চিত চাহার : সূত্র

0
3

বিরাট ধাক্কা খেল চেন্নাই সুপার কিংস (CSK)। সূত্রের খবর চোটের কারণে চলতি আইপিএলে আর পাওয়া যাবে না দীপক চাহারকে (Deepak Chahar)। শুধু আইপিএল নয়, আসন্ন টি-২০ বিশ্বকাপেও (T-20 World cup) ভারতের হয়েও দীপককে পাওয়া যাবে না বলে খবর।

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে তৃতীয় টি-২০ খেলার সময় হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন দীপক। এরপর শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজেও খেলতে পারেননি চাহার। পায়ে চোটের পর, দীপক ব্যাঙ্গালোরের ন্যাশনাল ক্রিকেট অ‍্যাকাডেমিতে (NCA) রিহ্যাবে ছিলেন। তিনি প্রায় দেড় মাস এনসিএ-তে ছিলেন। সূত্রের খবর, সেরেও উঠছিলেন দীপক, বল করছিলেন নেটে। তবে শোনা যাচ্ছে যে, তাঁর পুরানো চোট এখনও সারেনি। এরমধ্যেই আবার পিঠে চোট পেয়েছেন তিনি।

চলতি আইপিএলে ১৪ কোটি টাকায় দীপক চাহারকে নেয় সিএসকে। কিন্তু চোটের কারণে মাঠে নামা হল না দীপকের। চাহারের অভাব যে সিএসকেকে ভোগাচ্ছে, সেকথা নতুন করে বলার অপেক্ষা রাখে না।

আরও পড়ুন:Sachin Tendulkar: সচিনের পায়ে হাত দিয়ে প্রণাম জন্টির, ভাইরাল ভিডিও