ই বাস-অটোর কারখানা তৈরি হতে চলেছে বাংলায় , লক্ষাধিক কর্মসংস্থানের সম্ভাবনা

0
2

নববর্ষে বঙ্গবাসীর জন্য অত্যন্ত সুখবর। নতুন বছরে ইলেকট্রনিক বাস এবং ইলেকট্রনিক অটোর একটি বিরাট কারখানা তৈরি হতে চলেছে। সেখানে লক্ষাধিক কর্মসংস্থানের সম্ভাবনা রয়েছে। গাড়ি তৈরির একটি বিদেশি সংস্থা এই কারখানা তৈরির ক্ষেত্রে আগ্রহ দেখিয়েছে। ৫০ একর জমিতে প্রায় আড়াই হাজার কোটি টাকা ব্যয়ে এই ই-বাস কারখানা গড়তে চাইছে তারা। বুধবারই মুর্শিদাবাদের রেজিনগরে শিল্প উন্নয়ন নিগমের জমি পরিদর্শনে গিয়েছিলেন ওই সংস্থার উচ্চপদস্থ কর্তারা। নবান্ন সূত্রে জানা গিয়েছে, আগামী ১৯ এপ্রিল থেকে শুরু হওয়া বিশ্ব বঙ্গশিল্প বাণিজ্য সম্মেলনে রাজ্য সরকারের সঙ্গে ওই সংস্থাটির একটি মউ চুক্তি স্বাক্ষরিত হবে।

জানা গিয়েছে, ওই কারখানায় ৩২ এবং ৩৮ আসনের দু’ধরনের ই-বাস তৈরি হবে। বাসগুলির দৈর্ঘ্য হবে যথাক্রমে ১০ এবং ১২ মিটার। দাম পড়বে প্রায় ১কোটি ১৫/২০ লক্ষ। আসলে ২০২৩ সালের মধ্যে রাজ্যের বেসরকারি বাসগুলির একটা বড় অংশের মেয়াদ শেষ হতে চলেছে। সাধারণত পরিবহণ দফতরের নিয়ম অনুযায়ী বাণিজ্যিক গাড়ি রাস্তায় চলাচলের সর্বোচ্চ মেয়াদ ১৫ বছর। বিকল্প এই বাস-অটোগুলিকে সহজ শর্তে বেসরকারি মালিকদের হাতে তুলে দিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে রাজ্য সরকার। ইউরো মডেলের এই বাসের নকশা হবে আন্তর্জাতিক মানের। ‘লো লেগ স্পেস’ বা নিচু পাদানির এই এসি বাসে থাকবে অত্যাধিক উন্নত মানের ১৫৮ টনের ব্যটারি।