Corona update: চিন্তা বাড়িয়ে দেশে ফের সক্রিয় করোনা সংক্রমণ

0
1

কোভিড (covid19) বিধি উঠে গেলেও করোনা (corona) নির্মূল হয়নি এখনও। বরং উদ্বেগ বাড়িয়ে দেশের করোনা(corona) গ্রাফ ঊর্ধ্বমুখী।পাশাপাশি পরপর দু’দিন দেশের দৈনিক আক্রান্তের সংখ্যা হাজারের উপরে।

নয়ডার পর এবার করোনা সংক্রমণ নিয়ে চিন্তায় রাজধানী।গত ২৪ ঘণ্টায় দিল্লিতে (Delhi)করোনায় আক্রান্ত হয়েছেন ২৯৯ জন। যা আগের দিনের পরিসংখ্যানের তুলনায় প্রায়  ৪৮% বেশি। পাশাপাশি বাড়ছে সক্রিয় রোগীর সংখ্যাও। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা দেশে করোনা (Corona) আক্রান্ত হয়েছেন ১ হাজার ৭ জন।

তবে মৃত্যু হার কিছুটা স্বস্তি দিয়েছে বটে। স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় প্রাণ হারিয়েছেন মাত্র ১ জন। গতকাল মৃত্যুর সংখ্যা ছিল ২৬। দেশে এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু ৫ লক্ষ ২১ হাজার ৭৩৭। মোট সুস্থতা ৪ কোটি ২৫ লক্ষ ৬ হাজার ২২৮ জন।