নববর্ষের আগে প্রতিবারই কালীঘাট (Kalighat) মন্দিরে পুজো দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। বৃহস্পতিবার, সন্ধেয় পুজো দিতে গিয়ে একইসঙ্গে স্কাইওয়াকের (Skywalk) কাজ কতটা এগিয়েছে সেটাও দেখেছেন তিনি। পরে, রাজ্যবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী। সকলের বছর ভালো কাটুক এই মঙ্গল কামনাতেই তিনি পুজো দিয়েছেন বলে জানান। পড়ে নিজের ফেসবুক পেজে পুজোতে দেওয়ার ছবি পোস্ট করে মমতা লেখেন,



“নববর্ষের প্রাক্কালে আজ কালীঘাট মন্দিরে পুজো দিলাম ও সবার মঙ্গল কামনায় প্রার্থনা করলাম। মায়ের স্নেহাশিসে নতুন বছরের প্রতিটি দিন সুন্দর হয়ে উঠুক। সুখ, সমৃদ্ধির ছোঁয়া লাগুক প্রতিটি পরিবারে। শান্তি-সম্প্রীতি, ঐক্য-সৌভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ থাকুক সবার হৃদয়। প্রার্থনার কয়েকটি উজ্জ্বল মুহূর্ত।

আরও পড়ুন:অসুস্থ অনুব্রত, হাসপাতালে গেলেন শতাব্দী রায়












































































































































