অন্ধ্রপ্রদেশের রাসায়নিক কারখানায় ভয়াবহ আগুনে পুড়ে মৃত্যু কমপক্ষে ৬ জনের। অন্ধ্রপ্রদেশের এলরু জেলার একটি রাসায়নিক কারখানায় বিধ্বংসী অগ্নিসংযোগের ঘটনা ঘটে।নাইট্রিক অ্যাসিড লিক করেই কারখানাটিতে আগুন লেগেছে বলে প্রাথমিক তদন্তে অনুমান দমকল ও পুলিশের। অগ্নিকাণ্ডের ঘটনায় আহত হয়েছেন আরও ১০ থেকে ১২ জন শ্রমিক। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।অগ্নিসংযোগের ঘটনায় শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি।
আরও পড়ুন:Accident:রাজস্থানে মর্মান্তিক দুর্ঘটনা!খাদে যাত্রীবোঝাই বাস পড়ে মৃত ৫, আহত ১৩
বুধবার মাঝরাতে অন্ধ্রপ্রদেশের এলুরু জেলায় রাসায়নিক কারখানার চার নম্বর ইউনিটে ভয়াবহ আগুন লাগে। সেখানে ওষুধ তৈরির কাজ হত বলে খবর। জানা গিয়েছে, রাতে ওই ইউনিটে ১৮ জন শ্রমিক কাজ করছিলেন। সেই সময় আগুন লাগে। কারখানার ভিতরেই অগ্নিদগ্ধ হন শ্রমিকরা। দমকল কর্মীদের দু’ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। কিন্তু ততক্ষণে ৬ জনের মৃত্যু হয়েছে। বাকিরা গুরুতর জখম। তাঁদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই আপাতত চিকিৎসা চলছে তাঁদের।
পুলিশ সূত্রের খবর, মৃতরা সকলেই বিহারের বাসিন্দা। পরিযায়ী শ্রমিকদের মৃত্যুর ঘটনায় শোকপ্রকাশ করে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগনপমোহন রেড্ডি তাঁদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। ঘটনায় মৃত শ্রমিকদের পরিবার পিছু ২৫ লক্ষ টাকা, গুরুতর জখম শ্রমিকের পরিবারকে ৫ লক্ষ এবং সামান্য আহতদের পরিবারকে ২ লক্ষ টাকা আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন রেড্ডি।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.