নেতাজি সম্পর্কিত আরও ফাইল থাকতে পারে জাপানে: কুণালের চিঠির জবাবে ইঙ্গিত কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের

0
2

নেতাজি সুভাষচন্দ্র বসুর সম্পর্কিত আরও ফাইল থাকতে পারে জাপানে। তাদের নিজস্ব পদ্ধতি ছাড়া ডিক্লাসিফাই হবে না- তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের (Kunal Ghosh) লেখা চিটির উত্তরে ইঙ্গিত কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের। নেতাজি সুভাষচন্দ্র বসুর সম্পর্কিত ফাইল নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Shah) চিঠি লিখেছিলেন কুণাল। তার একটির জবাব আগেই পাঠিয়ে ছিল দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এবার সেই চিঠি সংক্রান্ত বিষয় জবাব দিল স্বরাষ্ট্র মন্ত্রক।

সেই বলা হয়, ৩০৩টি ফাইল www.netajipapers.gov.in -ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। আরও একটি ফাইল এখনও আপলোড করতে বাকি আছে। বিচারাধীন থাকায় সেই ফাইল আপলোড করতে দেরি হচ্ছে। চিঠির জবাবে যুগ্ম সচিব ইঙ্গিত দেন, জাপানে আরও ফাইল থাকতে পারে, যেগুলি জাপানের নিজস্ব পদ্ধতি ছাড়া ডিক্লাসিফাই হবে না। কারণে, এই ফাইলগুলির মধ্যেও কয়েকটি ডিক্লাসিফাই করতে জাপানের সাহায্য নেওয়া হয়েছিল। এই চিঠিটি নিজের টুইটার হ্যান্ডেলে (Twitter Handle) পোস্ট করে কুণাল ঘোষ লেখেন,
“শুধু ইন্ডিয়া গেটে মূর্তি ঘোষণা নয়, নেতাজির প্রতি আসল শ্রদ্ধা জানাতে দরকার তাঁর অন্তর্ধান রহস্যের প্রকৃত সমাধান। কিছু বক্তব্য লিখেছিলাম কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে। তিনি জবাব দেন এবং আমার চিঠি পরবর্তী পদক্ষেপের জন্য সংশ্লিষ্ট বিভাগে পাঠান। তারা যোগাযোগ রাখছে।“


দেশ বিদেশের নানা প্রান্তে ছড়িয়ে থাকা নেতাজি সম্পর্কিত ফাইল একজোট করে ডিক্লাসিফাই করার উদ্যোগ নেওয়ার আবেদন জানিয়ে সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে চিঠি লেখেন কুণাল ঘোষ। সেই চিঠির জবাব দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।

এলাকা দখলকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর ব্যাপক সংঘর্ষ, উত্তেজনা বেহালায়