রাশিয়াকে সমর্থনের মাশুল, জি ৭ থেকে বাদ ভারত!

0
2

রাশিয়ার পাশে থাকার মাশুল! জি ৭ বৈঠক থেকে বাদ পড়তে চলেছে ভারত। আগামী জুন মাসে জার্মানিতে মিউনিখের বাভারিয়ায় ওই বৈঠক হওয়ার কথা। জার্মানির পক্ষ থেকে ইতিমধ্যেই সেনেগাল, দক্ষিণ আফ্রিকা ও ইন্দোনেশিয়ার কাছে আমন্ত্রণ চলে গিয়েছে। কিন্তু বাদ পড়ে গিয়েছে ভারত। শুধু তাই  নয়।  রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিজেদের অবস্থান স্পষ্ট না করলে ভারতকে সম্ভবত জি -৭  বৈঠক থেকে বাদই দেওয়া হতে পরে। ইউক্রেনের উপরে রাশিয়ার আগ্রাসী হামলার ঘটনার পরেও  এখনও পর্যন্ত রাশিয়ার উপরে কোনও নিষেধাজ্ঞা আরোপ করেনি ভারত। রাষ্ট্রসঙ্ঘে রাশিয়ার   বিরুদ্ধে ভোটদান থেকেও বিরত ছিল ভারত। ফলে আমেরিকা, জার্মানিসহ  একাধিক পশ্চিমি দেশ ভারতের এই পদক্ষেপে যারপরনাই অসন্তুষ্ট। আর তার প্রভাব পড়তে চলেছে জি ৭ বৈঠকে।