পার্থ চট্টোপাধ্যায়ের সিবিআই হাজিরার উপর স্থগিতাদেশের মেয়াদ বাড়ল ৪ সপ্তাহ। বুধবার হাইকোর্টে বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি আনন্দ কুমার মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে এই নির্দেশ দেওয়া হয়। তবে হাইকোর্টের অনুমতি ছাড়া সিবিআই আপাতত স্কুল সার্ভিস কমিশনের মামলার কোনও পদক্ষেপ নিতে পারবে না বলেও নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ১৩ মে পরবর্তী শুনানি হবে বলে জানিয়েছে আদালত।

আরও পড়ুন:হাঁসখালির ঘটনাকে ‘রাজনৈতিক ইস্যু’ করতে মরিয়া বিজেপি,তৈরি হল ফ্যাক্ট ফাইন্ডিং টিম


ডিভিশন বেঞ্চ জানিয়েছে, বিচারপতি রঞ্জিত কুমার বাগের নেতৃত্বে তদন্ত কমিটি যেমন তদন্ত করেছে, তেমনই তদন্ত করবে। বাগ কমিটি ইতিমধ্যেই হাইকোর্টে তাদের রিপোর্ট জমা দিয়েছে। বাগ কমিটির চেয়ারপার্সন তদন্তের দায়িত্ব থেকে পদত্যাগ করতে চেয়েছিলেন। কিন্তু আদালত জানিয়ে দিল সেই পদত্যাগপত্র গ্রহণযোগ্য নয়। বাগ কমিটিই তদন্ত করবে। অর্থাৎ এই মামলায় আপাতত সিবিআই তদন্তের ওপর স্থগিতাদেশ জারি থাকবে।

প্রসঙ্গত, মঙ্গলবারই SSC-র গ্রুপ ডি ও নবম-দশম শ্রেণিতে শিক্ষক নিয়োগ মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআইয়ের কাছে হাজিরার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। মঙ্গলবার, বিকেল সাড়ে ৫টার মধ্যে নিজাম প্যালেসে তাঁকে হাজিরা দেওয়ার নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে বিচারপতি নির্দেশ দেন, অসুস্থতার কারণ দেখিয়ে এসএসকেএম-র উডবার্ন ওয়ার্ডে ভর্তি হওয়া যাবে না। পাশাপাশি, জিজ্ঞাসাবাদের পরে CBI প্রয়োজনে পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করতে পারবে বলেও জানিয়ে ছিল হাইকোর্ট। এরপর সিঙ্গল বেঞ্চের নির্দেশের বিরোধিতা করে ডিভিশনে আবেদন করা হয়। সেখানে বুধবার পর্যন্ত সিঙ্গল বেঞ্চের নির্দেশে স্থগিতাদেশ দেয় ডিভিশন বেঞ্চ।এরপর আজ সিবিআই হাজিরার উপর স্থগিতাদেশের মেয়াদ আরও বাড়াল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।


Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.





























































































































