ঝালদা কাউন্সিলর খুনে এক ব্যবসায়ীকে গ্রেফতার সিবিআইয়ের

0
1

ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনের ঘটনায় ১ হোটেল ব্যবসায়ীকে গ্রেফতার করল সিবিআই। ধৃতের নাম সত্যবান প্রামাণিক। তিনি তপনের দাদা নরেন কান্দুর ঘনিষ্ট ছিলেন বলে জানা গিয়েছে। বুধবারই সত্যবানকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হয়।

আরও পড়ুন:যৌন আসক্তি থেকে একাধিক সম্পর্ক,শেষে খুন করে পুলিশের জালে যুবক


ধৃত সত্যবান প্রামাণিকের আদি বাড়ি ঝালদার হেঁসাহাতু গ্রামে। বর্তমানে যদিও ঝালদার হাটতলা শহরেই থাকতেন তিনি। সিবিআইয়ের গ্রেফতারের আগে সিটও সত্যবানকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন। কিন্তু অসুস্থ হয়ে পড়ায় তাঁকে ছেড়ে দেওয়া হয়। সেই থেকে তিনি তাঁর আদি বাড়িতেই থাকতেন। কিন্তু মঙ্গলবার সেখানে সিবিআই গিয়ে সত্যবানকে আটক করে। এরপর তাকে মুখোমুখি বসিয়ে ২১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ চালায় CBI।

মঙ্গলবার রাতভর জিজ্ঞাসাবাদের পরই আটক করা হয় সত্যবানকে। ধৃত সত্যবানের স্ত্রী বিমলা ২০১৩ সালে কংগ্রেসের টিকিটে জিতে পঞ্চায়েত সমিতির সদস্য হন। জানা গেছে সত্যবান নিহত তপন কান্দুর দাদা নরেন কান্দুর ঘনিষ্ঠ ছিলেন। শুধু তাই নয়, প্রায় প্রতিদিনই নরেন ধৃত সত্যবানের হোটেলে যাতায়াত করতেন। কথাও বলতেন। CBI-এর দাবি, নরেন কান্দুর সঙ্গে বসে তপন কান্দুকে মারার ছক কষেছিলেন সত্যবান।