নদিয়ার হাঁসখালি ধর্ষণকাণ্ডে তদন্তের কাজ শুরু করল সিবিআই। এদিন এফআইআর দায়ের করে সিবিআই। ধর্ষণ, খুন, প্রমাণ লোপাটের চেষ্টা সহ একাধিক ধারায় এবং পকসো আইনে মামলা দায়ের করা হয়। প্রাথমিকভাবে রাজ্য পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতেই তদন্ত শুরু করবে সিবিআই।
এদিকে, হাঁসখালি গণধর্ষণ-কাণ্ডে মূল অভিযুক্ত ব্রজগোপাল গয়ালিকে জেরা করে পুলিশ জানতে পেরেছিল তাদের বাড়ির কোন ঘরে গণধর্ষণ হয়েছিল। সোমবার রাতে সেই ঘর থেকে একটি বিছানার চাদর সংগ্রহ করেন তদন্তকারীরা। বুধবার সেই চাদর থেকেই বীর্যের নমুনা মিলেছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ওই নাবালিকার রক্তমাখা একটি কাপড়ের একটি টুকরোও এদিন পুলিশের হাতে এসেছে। দুটি নমুনাই সিবিআই অফিসারদের হাতে তুলে দেওয়া হবে বলে রাজ্য পুলিশ সূত্রে জানা গিয়েছে। নমুনদুটির আবারো ফরেনসিক পরীক্ষা করানো হবে বলে জানা গিয়েছে।