Hanskhali : হাঁসখালি যাচ্ছে বিজেপির কেন্দ্রীয় দল

0
1

হাঁসখালি যাচ্ছে বিজেপির পাঁচ সদস্যের কেন্দ্রীয় দল । পাঁচ সদস্যের এই দল ঘুরে  দেখে এসে রিপোর্ট দেবে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে। পাঁচ সদস্যের এই কমিটিতে রয়েছেন তামিলনাড়ুর বিধায়ক ভি শ্রীনিবাসন, মহারাষ্ট্রের নেত্রী খুশবু সুন্দর , বাংলার বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী, উত্তরপ্রদেশের সাংসদ রেখা বর্মা এবং রাজ্যের মন্ত্রী বেবিরানি মৌর্য।  নাড্ডার তৈরি করা এই কমিটির  সদস্যরা হাঁসখালি গিয়ে ঘটনাস্থল খতিয়ে দেখবেন। স্থানীয়দের সঙ্গে কথা বলবেন। তার পর সব তথ্য তুলে ধরবেন জে পি নাড্ডার কাছে।

বাংলার সরকার এবং তৃণমূল কংগ্রেস  কাউকে কোথাও যেতে বাধা দেয় না। তাই উত্তরপ্রদেশের সাংসদ, মন্ত্রীরাও এখন বাংলায় চলে আসছেন। অথচ উত্তরপ্রদেশে যখন হাথরস, উন্নাওয়ের মতো ভয়ঙ্করতম ধর্ষণের ঘটনা ঘটেছে, সেসময় কিন্তু কেউই তাদের পাশে গিয়ে দাঁড়াননি। সে রাজ্যের কোনো নেতা মন্ত্রী নির্যাতিতার বাড়িতে যাননি। তাদের পাশে দাঁড়িয়ে ভরসা দেননি।  অথচ বাংলার মুখ্যমন্ত্রী নিজে উদ্যোগী হয়ে বিষয়টি দেখছেন।  কোনোরকম রাজনৈতিক রং না দেখে মুখ্যমন্ত্রী দোষীদের অবিলম্বে গ্রেফতার করতে বলেছেন। ইতিমধ্যেই মূল অভিযুক্ত গ্রেফতারও হয়েছে।  বাংলায় সবকিছুতেই রাজনৈতিক রং লাগানোর চেষ্টা করছে বিজেপি।