এলাকা দখলকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর ব্যাপক সংঘর্ষ, উত্তেজনা বেহালায়

0
2

একটি মেলা ও এলাকা দখলকে কেন্দ্র করে গতকাল রাত থেকে বেহালায় দুই গোষ্ঠীর সংঘর্ষ ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। বেহালার চড়কতলা এলাকায় এই ঘটনায় বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। পুলিশ আসলেও দুই পক্ষকে নিয়ন্ত্রণে আনতে যথেষ্ট বেগ পেতে হয় তাদের। পুলিশের সামনেই দুপক্ষের ইট বৃষ্টি চলে। বেশ কয়েক রাউন্ড গুলি চালানোর অভিযোগও উঠেছে।

আরও পড়ুন: শেষ মুহূর্তে বাতিল অমিত শাহের বঙ্গ সফর! কারণ নিয়ে ধোঁয়াশা


জানা গিয়েছে, গতকাল মঙ্গলবার রাত দশটা নাগাদ শুরু হয় সংঘর্ষ। মেলা চলাকালীন মেলার কমিটির দায়িত্ব কার হাতে থাকবে সেই নিয়ে এলাকার দুটি গোষ্ঠীর মধ্যে এই সংঘর্ষ শুরু হয়। পরে তা ব্যাপক আকার ধারণ করে।

আজ, বুধবার সকালে নতুন করে উত্তেজনা ছড়ায়। ঘটনার প্রতিবাদে চড়কতলা মোড় অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। নতুন করে যাতে গন্ডগোল ছড়িয়ে না পড়ে, সেই কারণে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।